কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিউটি জাহান ইতোমধ্যেই ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
এবার তার সার্বিক তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম ও অনুশাসনের ফলেই তার স্বামী জাহিদুল হক ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় নতুন অধ্যায় সূচনা করেছেন। রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদুল হক গতবার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও স্ত্রী বিউটির অনুপ্রেরণা ও যত্নশীল পরিচর্যা এবার তার সাফল্যের ভিত্তি গড়ে দেয়।
তিনি ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে ফুলবাড়ীর উত্তর কোটি চন্দ্র খানা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। জাহিদুল প্রতিক্রিয়ায় বলেন, “আমার এ চাকরির প্রস্তুতিতে স্ত্রী বিউটি জাহানের কঠোর পরিশ্রম রয়েছে।
সে আমাকে নিয়মিত পড়াশোনা করাতো, পড়া যাচাই করতো, এমনকি মোবাইল ফোন ব্যবহারে কড়া নিয়ম আরোপ করেছিল। চাকরি পাওয়ার আনন্দে আমি মনে করি, সে যদি আরও কঠিন পদক্ষেপও নিত, তাতেও আমার কোনো আপত্তি থাকত না।”অন্যদিকে বিউটি জাহান জানান, তার অনুপ্রেরণার ফলেই শুধু স্বামী নন, তার ছোট বোনও এবার চাকরিতে সফল হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী ও দম্পতিরা যদি পারস্পরিক সহযোগিতা ও কঠোর নিয়মানুবর্তিতা বজায় রাখে, তবে সাফল্য অর্জন সহজ হবে।শিক্ষাঙ্গনে এই দম্পতির সাফল্য কেবল পরিবারে নয়, সমাজেও এক অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।