× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টুঙ্গিপাড়ায় মাঠের অভাবে ঘর বন্দি শৈশব

শান্ত শেখ, টুঙ্গিপাড়া

২৬ আগস্ট ২০২৫, ২০:১৩ পিএম

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত চরকুশলী গ্রামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের অবসর সময়ে মন-মেজাজ ভালো রাখতে প্রয়োজন খেলাধুলা। অথচ, চরকুশলি গ্রামে নেই স্থায়ী কোনো খেলার মাঠ। গ্রীষ্মে ফসল তোলার পর ফাঁকা মাঠে দুই-তিন মাসের মতো খেলার সুযোগ রয়েছে, যা স্থায়ী নয়।

খেলাধুলার জন্য স্থায়ী মাঠ না থাকায় অবসর সময়ের বিনোদন হিসেবে শিক্ষার্থীরা ঝুঁকছে নেশাদ্রব্য ও এন্ড্রয়েড গেমে। তরুণদের জন্য এসব মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে এলাকায় তৈরি হচ্ছে কিশোর গ্যাং। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের দুরন্ত শৈশবের উদ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল ডিভাইসমুখী হয়ে পড়ছে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম।

অন্যদিকে একের পর এক মাঠ নানাভাবে দখল হয়ে যাচ্ছে। ফলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে বাধাগ্রস্ত।

যার ফলে অভিভাবকরা আশাহত হয়ে পড়েছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। চরকুশলি গ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী খেলার মাঠের জন্য দাবি জানিয়ে আসছে। তাই, সংশ্লিষ্টদের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.