× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে ফ্যাসিস্ট চরিত্রের সরকার নির্বাচিত হয়: রেজাউল করিম

শরীয়তপুর প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ২০:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় মন্তব্য করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যকালে এ দাবী জানান তিনি।

এসময় তিনি বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ও পিআর পদ্ধতির নির্বাচনের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এর মাধ্যমে আমাদের দেশটি সুন্দর একটি দেশ হবে। এখানে কোনো খুনি, চাঁদাবাজ,  দুর্নীতিবাজ তৈরি হবে না এটাই হবে বাস্তবতা।

পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এই পদ্ধতির বাহিরে যায়নি। তারমানে আমাদের বুঝতে হবে এটি সকলের জন্য কল্যাণকর। তাই আমাদের দাবী আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আপনি সরকারের আসার পর আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনটি, সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখেছি আপনি এটি দৃশ্যমান না হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো আপনার উপর কোথা থেকে অজানা অচেনা জিন সাওয়ার হয়েছে। এই জিন সাওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের আর কোনো  মায়ের কোল খালি হতে বাংলার জমিনে দিবো না।

ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি এস এম আহসান হাবিব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.