× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি

২৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি কাঠ ও জ্যোত মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর আলী, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী মো. নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তরুণ সমাজকে সতর্ক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ওসি হুমায়ূন কবির বলেন, বাঘাইছড়ি থানা পুলিশ মাদক ও চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.