× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের বিক্ষোভে স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক

সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৭ আগস্ট ২০২৫, ১৩:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম গোলাম নুর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ত্যাগ করেছেন।

অভিযোগ রয়েছে, তিনি স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অসদাচরণ ও অর্থলোভী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কারণে শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নেয় এবং পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। এর আগে সোমবারও তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্ট করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রধান শিক্ষক বিদ্যালয় ছাড়তে বাধ্য হন, যদিও তিনি লিখিত পদত্যাগপত্র দেননি।’

প্রসঙ্গত, এর আগে রাঙ্গুনিয়ার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও একই অভিযোগে তাকে বিদায় নিতে হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.