"পলিব্যাগ পরিহার করি, পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের নিচাবাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এক হাজার পাটের ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন শাহসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ দূষণ রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে।পর্যায় ক্রমে উপজেলা পর্যায়ে বড় বড় বাজারে পাটের ব্যাগ বিতরন করা হবে।