কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভূক্তি এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)এর বাস্তবায়নে এবং এনআরকে- টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম। আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলী, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম, যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী, শিমুলবাড়ি ইউনিয়নের শ্রীঃ রনজিৎ রায়সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করায় উপজেলা ৬ ইউনিয়নের ১৮ জনকে সম্মাননা স্মারক ও ছাতা প্রদান করা হয়।