× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রান্তিক পেশাজীবী উন্নয়ন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

২৭ আগস্ট ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্ল্যাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল আমিন বাসির ও শাহ কাউছার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, মো ফারুক হোসেন, গোলাম নবী খোকন ও নুর মোহাম্মদ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাল মামুন।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনা এবং তাদের জীবনমান উন্নত করা। এজন্য প্রতিটি পরিবারকে সঠিকভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে। সমাজসেবার এই উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীরা আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। সরকারের উন্নয়ন যাত্রায় কাউকেই পেছনে ফেলে রাখা হবে না। সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল ভোগ করতে পারেন।

সেমিনারে বক্তারা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.