× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

মো. কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)

২৭ আগস্ট ২০২৫, ২০:০১ পিএম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) ও মোহাম্মদ রুবেল (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা নং-২৩, জিআর নং-৩৯৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, এই দুই যুবক পেশাদার চোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এর আগে তারা উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের এসির যন্ত্রাংশ চুরি করেছে। স্থানীয়রা মনে করছেন, যদি ভুক্তভোগীরা আগেই আইনানুগ পদক্ষেপ নিত, তাহলে চক্রটি এতবেশি বেপরোয়া হতে পারত না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.