ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৮টার সময় উপজেলার সদর ইনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জনৈক লিটনের বাড়ির সামনে উল্টা পথে আসা একটি ট্রাক ও ময়মনসিংহ গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ দুইজন নিহত হয় ।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।