× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদরে বরিুদ্ধে কঠোর হুঁশয়িারি রাজীব আহসানরে

মো সাইফুল ইসলাম, নীলফামারী

২৭ আগস্ট ২০২৫, ২০:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন,  “যিনি দলের পথ থেকে বিচ্যুত হবেন তিনি দল থেকে হারিয়ে যাবেন। অপরাধ করলে কেউ রক্ষা করতে পারবে না। মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে তার জন্যও কোনো ছাড় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই ক্ষমা করবেন না।”

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব। এসময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি মফিজুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রেদওয়ানুল হক বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজীব আহসান তাঁর বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে বলেন— “দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামকে ব্যর্থ করার জন্য সরকার বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। নেতাকর্মীদের মাঝে বিভক্তি তৈরি ও মিথ্যা প্রচারণা চালিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কিন্তু সত্যের পক্ষে ও জনগণের অধিকারের জন্য বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

মতবিনিময় সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের পরিচয় করিয়ে দেন তৃণমূল নেতাকর্মীদের সামনে।এসময় তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.