নারায়নগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদ শূন্য রয়েছে টানা এক মাস ১৩ দিন ধরে। এতে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
থানা পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকায় প্রতিদিনই চুরি, ছিনতাই,চাঁদাবাজি, জমি জবর দখল ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।
পাশাপাশি অবাধে বিভিন্ন মহল্লায় মাদক সেবন ও বিক্রির আসর বসছে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, থানায় ওসি না থাকায় মামলা কিংবা অভিযোগ নিষ্পত্তিতে ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ওসি নিয়োগের ক্ষমতা সার্কেল অফিসের নয়, এটি রেঞ্জ অফিস থেকে দেয়া হয়।
স্থানীয়দের দাবি, একজন দক্ষ অফিসার ইনচার্জ নিয়োগ না দেয়া হলে সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।