× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৫, ২০:৪৮ পিএম

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়। জেলা প্রশাসক, মানিকগঞ্জের সহযোগিতায় বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আদিল ট্রেডার্সকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে প্রায় ৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অমৃতা শারলীন রাজ্জাক। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মনোয়ারুল ইসলাম। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.