× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ সেনাপল্লীতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি বন্ধের দাবি

বদরগঞ্জ (রংপুর)

২৮ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর সেনাপল্লীতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি ও হাউজি বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭আগস্ট) বিকেলে সচেতন নাগরিক ও ছাত্র সমাজের ব্যানারে স্থানীয় শহীদ মিনারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া বলেন, ১৮ আগস্ট সেনাপল্লীতে শুরু হওয়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাকে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে। মেলায় কুটির শিল্পের উন্নয়ন ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচারের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার কথা থাকলেও তা’ হয়নি।

বরং সেখানে লটারি ও হাউজির মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলাকে বৈধতা দেয়া হয়েছে। এছাড়া সেখানে অশ্লীলতা প্রদর্শণের পাশাপাশি অসামাজিক কার্যক্রম নির্বিঘ্নে চলছে। অথচ এসব বন্ধের দাবীতে শুরু থেকেই সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শণসহ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদাণ করেছেন। কিন্তু পরিতাপের বিষয় আজ পর্যন্ত লটারিসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.