নাটোরে হেরোইনসহ স্বামী স্ত্রী মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) এবং মোছাঃ সাবিনা বেগম (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে বারোটায় দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদরের উপর রাজরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৫ সিপিসি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ একটি টহল দল ২৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তারা রাজশাহী থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে।
এ সময় বাসের দুই যাত্রী মো. জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী মোছাঃ সাবিনা বেগমকে সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। হেরোইন জব্দ করার পরে তাদের আটক করে নিয়ে আসা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।