ঝালকাঠি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে হাদিসুর রহমানকে সভাপতি ও মো. আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটি প্রদান করায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বুধবার দুপুরে কলেজে আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষার্থীরা।
কলেজের প্রশাসনিক ভবনের সামন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজ চত্ত্বর প্রদক্ষি করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবশে বক্তব্য রাখেন, ঝালকাঠি সরকারী কলেজে ছাত্রদলের নব গঠিত কমিটি সভাপতি হাদিসুর রহমান, সাধারন সম্পাদক মো. আরিফ।
বক্তারা বলেন,‘ ঝালকাঠি সরকারি কলেজ ক্যাম্পাসকে মাদক মুক্ত করতে হবে। এই ক্যাম্পাসে শিক্ষা বান্দব পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে আমরা তাদের পাসে থেকে কাজ করব।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এ কমিটি মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হয়।