× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম

উবাসিং মারমা, রুমা

২৮ আগস্ট ২০২৫, ১৫:০০ পিএম

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযানের আয়োজন করেছে ব্র্যাক। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত থাকি” শ্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. দাশ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

এ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন ব্র্যাকের রুমা উপজেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর কাইয়ুম চৌধুরী এবং বান্দরবান জেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মো. মোজাহিদুল হক চৌধুরী।

অভিযানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় মানুষও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.