খাগড়াছড়ির রামগড়ে সাত দিন পর মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সম্পদের লোভে দাদী ও ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আরেফিন জানান, ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিম দ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী ও ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদী আমেনা খাতুনকেও একইভাবে হত্যা করে।
এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম (৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মো. শাহাবুদ্দিন এর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামাগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ জেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রসংগত গত বুধবার রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে।