× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ

মো.নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি-ডাসার (মাদারীপুর)

২৮ আগস্ট ২০২৫, ১৮:০২ পিএম

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো. রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো. হেজাজ খানসহ ইউনিয়ন দলনেতা ও আনসার ও ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রবিউল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.