চাঁদপুরের মতলব উত্তরে জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শাহাদাৎ মিয়ার বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট ) দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত শাহাদাৎ মিয়া একই গ্রামের হারুন বকাউলের ছেলে।এ ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগী সামছুন্নাহার ( ৪২) বাদী হয়ে শাহাদাৎ মিয়াকে প্রধান আসামি করে
৪ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন বিবাদী শাহাদাৎ মিয়া ৷
ভুক্তভোগী অভিযোগকারী ওসমান গণির স্ত্রী সামছুন্নাহার (৪২) স্থানীয় সাংবাদিকদের জানান, আমরা আমাদের জায়গায় ঘর তোলার সময় হারুন বকাউলের ছেলে শাহাদাৎ মিয়া তার ভাই শাখাওয়াত হোসেন (২৫), ও পিতা অজ্ঞাত বাদশাহ মিয়া (৫০), মো. ফুহাদ (১৮) পিতা অজ্ঞাত তারা আমাদেরকে ঘর উঠাতে বাধাঁ প্রধান করেন এবং লাটি-সোটা দিয়ে এলোপাতারীভাবে ফারুক হোসেনের স্ত্রী দিলরুবা আক্তার (৩৮), নজরুল ইসলামের স্ত্রী (আমার শাশুরী) রাজিয়া বেগম ( ৬৫), আমির হোসেনের ছেলে কাউছার আলম (৫০), মনির হোসেনের ছেলে দুলাল মিয়া (৫৫), খালেকের ছেলে শাহ ইমরান (৪০) কে এবং আমাকে মারধর করে আমাদের ঘরের টিনেরচাল, কাঠের রুয়া, সিমেন্টেরপালা ইত্যাদী ভাংচুরকরে আমাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছেন।
নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম জানান, এ জায়গা আমার স্বামীর আমার ছেলেরা বসবাস করছে জায়গা ভাগ-ভাটোয়ারা হয়নাই আমার ছেলে কারো কাছে জায়গা বেচা-কিনা করেছে কিনা আমি জানিনা।
এদিকে, মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত শাহাদাৎ মিয়া বলেন, তারা ৪ ভাই আমি তাদের ভাই আলমগীর হোসেনের কাছ থেকে ২ শতাংস ২৫ পয়েন্ট জায়গা কিনেছি এই জায়গা আমার ৷ আমার জায়গা বুঝিয়ে দিয়ে তাদের কে ঘরতোলার জন্য বলেছি আমরা কাউকে মারধর করিনাই মারধর করার কথাটি মিথ্যা ও বানোয়াট।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।