শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তপথে অবৈধ বিদেশি মুদ্রা লেনদেনের চক্র ধরা পড়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে শাহাজাদা (পিতা: ইসমাইল আকন্দ, গ্রাম: গড়জরিপা, শ্রীবরদী) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৭৫ হাজার ভারতীয় রুপি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপি ও পণ্যের অবৈধ লেনদেন চলছে। এ ঘটনায় আটক শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়েছে। ভারতীয় রুপি পাচারের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী একটি সিন্ডিকেট বহুদিন ধরে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে। কিন্তু মূল হোতারা এখনো অদৃশ্য থেকে যাচ্ছে। তারা মনে করছেন, এ ধরনের বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে হলে প্রশাসনকে বড় ধরনের অভিযান চালাতে হবে।