× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাকসু নির্বাচনে ভিপি পদে কুড়িগ্রামের ভোগডাঙ্গার মেহেদী মামুন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

২৮ আগস্ট ২০২৫, ১৯:৩৩ পিএম

আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুড়িগ্রামের সন্তান মেহেদী মামুন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ডুংডুংগির হাটের বাসিন্দা।

মেহেদী মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দায়িত্ব পালনের মধ্যেই তিনি গুলিবিদ্ধ হন। তবে সুস্থ হয়ে আবারও আগের মতো দৃঢ় মনোবল নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ক্যাম্পাসের নতুন হলে গ্যাস সংযোগ, রাস্তা ও লেক পরিষ্কারসহ বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থীদের নজর কেড়েছে।

ভিপি প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মেহেদী মামুন বলেন, “ছাত্র সংসদে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক নেতৃত্বের সমন্বয় থাকতে হবে। শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবলে ছাত্র সংসদের নির্বাচন অনিয়মিত হয়ে যাবে অথবা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়বে। শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়া ও বাস্তবায়ন করাই আমার ইশতেহারের মূল অঙ্গীকার।

”তিনি আরও বলেন, “গুজব ছড়ানো ও চরিত্র হনন দুর্বলদের কাজ। যাদের শক্তি ও মনোবল আছে তারা নিজেদের জন্য কাজ করবে। আমি আমার লড়াইয়ের জন্য কোনো পদ, সংগঠন বা স্বার্থসংশ্লিষ্ট কারও সহায়তা নেব না ইনশাআল্লাহ।” তার সহপাঠী ও কুড়িগ্রাম জেলার বন্ধুদের মতে, মামুন সবসময় ইতিবাচক চিন্তা ও কাজের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করার মতো সাহসিকতা তার রয়েছে। নতুন নতুন আইডিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থাকায় এবার তার ভিপি পদে প্রার্থীতা তাদের কাছে আশাব্যঞ্জক হিসেবে প্রতীয়মান হচ্ছে।

“জাহাঙ্গীরনগর সর্বাগ্রে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের মেহেদী মামুন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.