× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

আগামী ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে পর্দা উঠবে এ টুর্নামেন্টের। কিং ফিশারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার নয়টি উপজেলা দল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্টেডিয়ামের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলাউদ্দিন। 

এবারের আসরে অংশ নেবে রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে নক-আউট পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে কোটায় তিনজন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ থাকছে।

টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলকে ১০ হাজার টাকা দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকা পুরস্কার পাবে।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা স্বাধীনতার পূর্বকাল থেকেই ফুটবলের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। এখান থেকেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন জিকু, ইব্রাহীম, সুশান্ত, হাসান মুরাদ, কৌশিক, মনির আলম ও সাহেদ রিপারা। বর্তমানে জাতীয় দলে রয়েছেন কক্সবাজারের চারজন পুরুষ ও একজন নারী ফুটবলার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.