× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হতে দেব না: চন্দ্রনাথ ধামে ডিসি-এসপি’র ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৮ আগস্ট ২০২৫, ২০:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের ঐতিহাসিক ধর্মীয় তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। বৃহস্পতি­বার দুপুরে তারা মহাতীর্থ ঘুরে দেখেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,“চন্দ্রনাথ ধাম শুধু সীতাকুণ্ড নয়, সমগ্র বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে আগত ভক্ত-অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। এ জন্য যা যা প্রয়োজন, তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, এসি (ল্যান্ড) আব্দুল্লাহ আল মামুন, ওসি মজিবুর রহমান, সাংবাদিকসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

প্রতি বছর অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী ভক্ত এবং দেশি-বিদেশি পর্যটকে মুখর হয়ে ওঠে চন্দ্রনাথ ধাম। শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃঢ় অবস্থান এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.