চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। জুলাই মাসজুড়ে সীতাকুণ্ড থানার অধীন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু।
গত ২৭ আগষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি মজিবুর রহমানের নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশ সার্বিক অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মজিবুর রহমান বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়, বরং পুরো সীতাকুণ্ড থানা পুলিশের জন্য। জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা নিয়েই আমরা সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, পুলিশ সদস্যদের এ ধরনের স্বীকৃতি তাদেরকে আরও উৎসাহিত করবে এবং সীতাকুণ্ডকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।