× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপরাধ দমনে সাফল্য, সম্মাননা পেলেন সীতাকুণ্ড থানার ওসি

সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৮ আগস্ট ২০২৫, ২০:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। জুলাই মাসজুড়ে সীতাকুণ্ড থানার অধীন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু।

গত ২৭ আগষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি মজিবুর রহমানের নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশ সার্বিক অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মজিবুর রহমান বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়, বরং পুরো সীতাকুণ্ড থানা পুলিশের জন্য। জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা নিয়েই আমরা সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, পুলিশ সদস্যদের এ ধরনের স্বীকৃতি তাদেরকে আরও উৎসাহিত করবে এবং সীতাকুণ্ডকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.