× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২৮ আগস্ট ২০২৫, ২০:১৮ পিএম

ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে দুইটি দলে বিভক্ত হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ হযরত পাগলা মিয়া (রা:) সড়কের (হাজারী রোড) আইকন স্পোর্টস পার্কের মাঠে অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচে সবুজ দল ৬-১ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শত ব্যস্ততার মাঝেও সাংবাদিকরা নিজেদের ফিটনেস ঠিক রাখার নিমিত্তে এমন সুন্দর প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন সত্যি প্রশংসনীয়। এমন আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার তিনি আহবান জানান।

সাংবাদিকদের খেলাধুলার ক্ষেত্রে ফেনী পৌরসভার পক্ষ থেকে সকল রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন সবুজ দলের পক্ষে অংশগ্রহণ করেন আরিফ, মাঈন উদ্দিন,মামুন, ফারুক,সজীব,রাসেল,ডালিম,দুলাল। ম্যাচের সেরা খেলোয়াড় রাসেল এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আরিফ।

উক্ত খেলায় দুই দলের জার্সি প্রদান করেন প্যারাডাইস ট্যুরিজম এন্ড ট্র্যাভেলস এর প্রোপাইটর সাফায়েত হোসেন মুরাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.