মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫'-এ বাংলাদেশে বেসরকারি খাতের 'বেস্ট ব্যাংক'-এর সম্মাননা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যবসায়িক উৎকর্ষতা উদ্ভাবন গ্রাহককেন্দ্রিক সুশাসন এবং মানুষ, সমাজ তথা দেশের প্রতি অসামান্য অবদানের জন্য ব্র্যাক ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করা হয়।
কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিতএই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ কর্পোরেট নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরঅ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।
কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রতিবছর আয়োজিত একটিপ্রোগ্রাম, যেখানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস্ পরিচালন উৎকর্ষতা এবং টেকসই প্রভাবের জন্য কমনওয়েলভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। এই সম্মাননা একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা এবং পরিবেশ রক্ষায় গৃহীত উদ্যোগের পরিচয়ও বহন করে।
ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক আর্থিক সাফল্য শক্তিশালী প্রবৃদ্ধির ধারা, সুশাসন, সর্বোচ্চ বাজার মূলধন সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারী কর্তৃক শেয়ারহোল্ডিংএবং এসঅ্যান্ডপি ও মুডিসের মতো বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা থেকে দেশসেরা রেটিংপ্রাপ্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের পেছনে প্রদান ভূমিকা রেখেছে।
এই সম্মানজনক পুরস্কারপ্রাপ্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরঅ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, "এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বেরা এই অর্জন ব্র্যাক ব্যাংকের সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা ও টেকসই উন্নয়নের অগ্রদূত হওয়ার প্রতিফলন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রড়িযাদের বিশ্বাস ও আস্থা আমাদের এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনে সহায়তা করেছে। এই পুরস্কার আমাদের বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী ব্যাংক হিসেবে এগিয়ে যেতেঅনুপ্রাণিত করবে।"