× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাচারের সময় জনতার হাতে ৪০ বস্তা সার আটক

তানোর (রাজশাহী)

৩০ আগস্ট ২০২৫, ১৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলার  চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) বিসিআইসি সার ডিলার মেসার্স জামান টেড্রার্সের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জামান টেড্রার্সের স্বত্বাধিকারী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নুরুজ্জামান ফটিক।

তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ১৭ বছর সার সংকটের দোহাই দিয়ে কৃষকদের জিম্মি ও কালোবাজারে সার বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন।কিন্তু জুলাই বিপ্লবের পরই ফটিক গা-ঢাকা দিয়েছে। এখন তার পুত্র নিশান ব্যবসা দেখভাল করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামান টেড্রার্সের গুদাম ঘর থেকে ৪০ বস্তা টিএসপি সার মোহনপুরের কেশরহাটে পাচারের সময় স্থানীয় জনতা সার আটক করে প্রশাসনকে অবগত করেন। এসব সার কেশরহাটের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিলো।

এসময় বিক্ষুব্ধ কৃষকেরা জামান টেড্রার্স ঘেরাও করে তার লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা শ্লোগান দেন। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।ওদিকে বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে বাঁচতে দোকান বন্ধ করে কৌশলে নিশান পালিয়েছে।আটক সার চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদামে মজুদ রাখা হয়েছে।

এদিকে কৃষক গাজিমুদ্দিন জকি(৫৫) বলেন, তিন দিন যাবত তিনি সারের জন্য ঘুরছেন।কিন্ত্ত সার নাই বলে তাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। কৃষক আসলাম বলেন, টিএসপি সারের সরকারি মুল্য ১৩৫০ টাকা, অথচ জামান টেড্রার্স বিক্রি করছে ২৩৫০ টাকা বস্তা। একইভাবে ডিএপি সারের সরকারি মুল্য ১০৫০ টাকা, কিন্ত্ত তারা বিক্রি করছে ১৯৫০ টাকা। তবে ক্রয় রশিদ দিচ্ছেন না,রশিদ চাইলে সার দিচ্ছে না।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সার বিপণন নীতিমালা অনুযায়ী এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি ও সরকার নির্ধারিত মুল্যর বেশি দাম নেয়ার কোনো সুযোগ নাই।কৃষকদের অভিযোগ, জামান টেড্রার্স দীর্ঘদিন যাবত  কতিপয় কৃষি কর্মকর্তার যোগসাজশে, সরকারি বরাদ্দের সার নামমাত্র দিয়ে সিংহভাগ সার বাড়তি দামে বিভিন্ন এলাকায় পাচার করছে। 

স্থানীয় কৃষক বাহাদুর, আলফাজ ও জয়নাল অভিযোগ করে বলেন, ২৮ আগস্টের পূর্বেও সতর্ক করা সত্ত্বেও চাঁন্দুড়িয়া বাজারের বিসিআইসি সার ডিলার জামান ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করেন।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করে যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২৪ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করে আসছেন। তারা এলাকাবাসি তার এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঁন্দুড়িয়া ইউপির দায়িত্বরত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন জানান, আমি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই, যারা এই ঘটনার বিষয়ে সচেতন ছিলেন এবং আমাদের অবহিত করেছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউএনও স্যারের নির্দেশে তদন্ত করে ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) লিয়াকত সানমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই পরিষদের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়। আটক সার ব্যাপারে পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান ইউএনও। 

অনিয়মের অভিযোগ অস্বীকার করে মেসার্স জামান টেড্রার্সের নিশান বলেন, এসব সার সরকারি বরাদ্দের নয়, বাইরে থেকে বেশী দামে কিনে এনে বেশী দামে বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, এসব সার কেশরহাটে পাঠানো হচ্ছিল জনতা না বুঝেই আটক করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.