ছাত্রদলের ইতিহাস সোনালীর ইতিহাস, আন্দোলনের দাবানল জাতীয়বাদী ছাত্রদল। চলতে পথে অনেক বাঁধা আসে, রাজনীতিতে বাঁধা আসে হরহামেশাই, কিন্তু বাঁধাকে বুক পেতে নেওয়ারও একটা পক্ষ থাকতে হয়। যত ঝড় উঠুক সাগরে সেই ঝড়ের মধ্যেই আশার ভেলা নিয়ে বুক চিতিয়ে লড়াই করার অপর নাম অরুণ পথের তরুণ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
৪৭ বছরের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ে অরুণ পথের তরুণ সৈনিকরা আজও বুক চিতিয়ে লড়াই করে চলেছে স্বপ্নের সোনালি ভবিষ্যতের জন্য। শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া, খালেদা জিয়ার দৃঢ় মনোবল আর তারেক রহমানের সাহসী নেতৃত্বে বলীয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের সংগ্রামে বারবার নিজেদের অদম্য প্রমাণ দিয়েছে।
শিক্ষা, ঐক্য, প্রগতি"—এই স্লোগান তাদের পথচলার মন্ত্র, যা তাদের মজবুত ভিত্তি এবং উন্নয়নের পদচিহ্ন। প্রতিকূলতার ঝড়ঝাপটায়ও তারা আশার আলো হয়ে লড়াই করে গড়ে তুলেছে গণতন্ত্রের প্রাচীর, আর এই ঐতিহ্যের যাত্রাই তাদের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
প্রধান অতিথির বক্তব্যকালে সাবেক তুখোড় ছাত্রনেতা ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দল এর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাত হোসেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ নেওয়াজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম নছরুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম প্রমূখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতাও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব।
এছাড়া উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দল এর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।