জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হওয়ার প্রতিবাদে শেরপুর জেলায় মধ্যরাতে লাঠি মিছিল হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার মধ্যরাতে নূর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলটির শেরপুর জেলা কমিটির নেতাকর্মীরা শেরপুর শহরের খরমপুর মোড় থেকে লাঠি মিছিল বের করে।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শেরপুর টাউন হল মোড়ে এসে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে। ওইসময় নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ করা হয়।
লাঠি মিছিলে গণ অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ্গ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া একই সময়ে শেরপুর ও নকলায় ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।