× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নূরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মধ্যরাতে লাঠি মিছিল

জয়ন্ত দে, শেরপুর

৩০ আগস্ট ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হওয়ার প্রতিবাদে শেরপুর জেলায় মধ্যরাতে লাঠি মিছিল হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার মধ্যরাতে নূর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলটির শেরপুর জেলা কমিটির নেতাকর্মীরা শেরপুর শহরের খরমপুর মোড় থেকে লাঠি মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শেরপুর টাউন হল মোড়ে এসে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে। ওইসময় নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ করা হয়।

লাঠি মিছিলে গণ অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ্গ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই সময়ে শেরপুর ও নকলায় ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.