চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশীয় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে-
০৬টি দেশীয় তৈরি অস্ত্র
৩৫ রাউন্ড খালি কার্তুজ
০৫ রাউন্ড তাজা কার্তুজ
০১টি চাইনিজ কুড়াল
২০টি ছুরি
চার্জারসহ ০২টি ওয়াকিটকি
০১টি মেগাফোন
০৪টি প্যারাসুট ফ্লেয়ার
এবং অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি
আটককৃতরা হলেন-
১. আমিনু ইসলাম (৪০), পিতা: মৃত জয়নাল আবেদীন (রাজ), গ্রাম: শুন্নের চর, হাতিয়া, নোয়াখালী।
২. মো: রুমন (২১), পিতা: নুরুল আলম, মহেশখালী, কক্সবাজার।
৩. মো: আশিক (৩৬), পিতা: মোরশেদ, গ্রাম: জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
৪. কামরুল হাসান রিদোয়ান (২৯), পিতা: ফয়েজ আহাম্মদ মাস্টার, গ্রাম: জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
দুপুর ৩টার দিকে সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দসহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।