× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণাসহ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সোহাগ হোসেন (রাজশাহী নগর প্রতিনিধি)

৩০ আগস্ট ২০২৫, ১৯:৩৬ পিএম

অভিযুক্তদের শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল রূপ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা ও মহাসড়ক। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হওয়া শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের শাস্তি এবং সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, “যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে। হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনা উচিত।”

এছাড়া, তারা মনে করেন, “যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, তাদের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করা দরকার।”

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করেন। এ সময় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.