× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বালি উত্তোলনে হুমকির মুখে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় গ্রীড লাইন

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ)

৩০ আগস্ট ২০২৫, ২০:১৭ পিএম

নীয়ম নীতির তোয়াক্কা না করে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে (ভৈরব-আশুগঞ্জ) মেঘনা নদীর আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি নদী থেকে লোড ড্রেজারে অবৈধভাবে বালি উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন  ১০ থেকে ১২টি লোড ড্রেজারে দিন-রাত ২৪ ঘন্টা কয়েক লাখ ঘন ফুট বালি উত্তোলন করে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । এভাবে বালি উত্তোলনের ফলে দেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং জাতীয় গ্রীড লাইনের বৈদ্যুতিক টাওয়ার ও চর সোনারাম পুর গ্রামটি হুমকির মুখে পড়েছে।

যে কোন সময় তাপ বিদ্যুৎ কেন্দ্র, বৈদ্যুতিক জাতীয় গ্রীড লাইনের ভৈরব-–আশুগঞ্জ ২টি টাওয়ার নদী গর্ভে বিলীন হয়ে গেলে আশুগঞ্জ থেকে উত্তর বঙ্গে সরবরাহকৃত বিদ্যুত বন্ধ হয়ে কল-কারখানায় উৎপাদন বন্ধসহ সামগ্রিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে দেশ । অন্যদিকে চর সোনারামপুরের বাসিন্দারা ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই জাতীয় স্বার্থে এসব স্থান থেকে বালি উত্তোলন বন্ধ করার জন্য সরকারের কাছে দাবী জানান স্থানীয়রা । জানাযায়, ২০২৩ সালে মীর আক্তার কোং ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লাইনে উন্নীতকরণ প্রকল্পে বালি সরবরাহের জন্য সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে  মেঘনা নদী থেকে বালি উত্তোলনের জন্য ওয়ার্ক অর্ডার পান । ওই বছরই তারা কাজ শুরু করে নদী থেকে ড্রেজারের মাধ্যমে ৩৭ লাখ ঘনফুট বালি উত্তোলন করেন বলে জানান মীর আক্তার কোং জৈষ্ঠ্য কর্মকর্তা ইন্দ্রজিত বাবু । পরে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর বালি উত্তোলন কাজ স্থগিত করেন।

কিন্ত বর্তমানে ওই কোম্পানীর নাম ভাঙিয়ে একটি প্রভাবশালী চক্র মেঘনা নদীর আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি নদী থেকে লোড ড্রেজারে অবৈধভাবে বালি উত্তোলন করছে । এ বিষয়ে ইন্দ্রজিত বাবু আরো জানান,কারা তাদের কোম্পানীর নাম ভাঙিয়ে বালি উত্তোলন করছে তা তিনি জানেননা । তবে খোজঁ নিয়ে  সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.