নরসিংদী-০২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সৎ নেতৃত্বই ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পারুলিয়া নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, "আমি যদি এমপি হতে পারি, আগামী দিনে পলাশের সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে ন্যায় পরায়ণ সমাজ গড়ব। আমার প্রচুর জমি আছে যা পলাশের জনগণের কল্যাণে ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, জাতীয় মানের মাদ্রাসা এবং জাতীয় মানের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।"
এ সময়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় নরসিংদী-০২ পলাশের ইসলামী আন্দোলনের শাখার বিভিন্ন নেতৃবৃন্দেহ উপস্থিত ছিলেন।