× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের মূলহোতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

৩০ আগস্ট ২০২৫, ২০:৩২ পিএম

নীলফামারীতে থাই ভিসা ও লটারী ভিসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বাবুর বাজার কেবল নেটওয়ার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বাবুল হোসেন (৩৬), পিতা মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি। তিনি সদর উপজেলার বর্মতল, চাপড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন বাবুল হোসেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইলগুলো তল্লাশি করে নকল থাই ভিসা, লটারী ভিসা সংক্রান্ত নথি এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিতেন এবং তা আত্মসাৎ করতেন।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা নং-৩১, জিআর-২৬৪/২০২৫ দায়ের করা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বলেন, "এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের জেলায় বিদেশে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলহোতাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

পুলিশ প্রশাসন সাধারণ জনগণকে সতর্ক করে জানিয়েছে, বিদেশে চাকরি বা ভিসার প্রলোভনে কোনো অচেনা ব্যক্তির কাছে অর্থ না দিতে এবং শুধুমাত্র সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ গমনের উদ্যোগ নিতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.