সিলেটের লালাখাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বাধীন লালাখাল বিওপির সদস্যরা।
শনিবার (৩০ আগস্ট) ভারত থেকে পুশ-ইন প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয় তাদের। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১৩০২ (০৪ এস) সংলগ্ন এলাকা হতে তাদের আটক করে বিজিবি।
বিজিবি জানায় প্রায় ১০ বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।আটককৃতরা হলেন হাসানুর ফকির (৫৮)। সে খুলনা দিঘলিয়া থানার কোলাপাটঘাটি মাধবপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন তার স্ত্রী আমবিয়া বেগম (৩৫)।
১৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার।