× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

৩১ আগস্ট ২০২৫, ১৩:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক, পথচারী ও ব্যবসায়ীরা। একটি সড়ক সড়ক বিভাগের আওতাধীন, অপরটি পৌরসভার। খানাখন্দে ভরা এসব সড়কে বৃষ্টির পানি জমে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

সরেজমিনে, ঘোষপাড়া থেকে তারামন বিবি মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় দুই কিলোমিটার এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহরপার্ক পর্যন্ত পৌরসভার দেড় কিলোমিটার সড়ক বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অথচ এই সড়কের পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামালের আড়ত, চালের আড়ত, কাপড় মার্কেট, গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া সোনাহাট স্থলবন্দরমুখী প্রধান যানবাহন চলাচলও এই সড়ক দিয়েই হয়।

ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দুটি চলাচলের অযোগ্য হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। জিয়া বাজার এলাকার ব্যবসায়ী আশরাফুল হক রুবেল বলেন, “সড়কের দুই পাশে পাইকারি মার্কেট থাকলেও বৃষ্টির সময় পানি জমে হাঁটা যায় না। ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানাই।”

কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান সাংবাদিকদের  জানান, পৌরসভার আওতায় থাকা গুরুত্বপুর্ণ সড়কটির মেরামত দ্রুত শুরু করা হবে। অন্যদিকে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী হাসান সরকার সাংবাদিকদের  বলেন, “সংস্কারের জন্য দরপত্র অনুমোদনের প্রক্রিয়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।”

তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম শহরের ক্ষতিগ্রস্ত সড়কের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। এর মধ্যে সড়ক বিভাগের দুই কিলোমিটার এবং পৌরসভার দেড় কিলোমিটার। বর্তমানে পৌরসভার আওতাধীন ১৬৩ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.