পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এসময় ব্যাপক ভাঙচুর- হামলা চালিয়ে নগদ অর্থ ও গোয়ালঘর থেকে একটি গরু লুটপাট করে নেওয়া হয়।
গত শনিবার দুপুরে আমিনপুর থানায় বাদী হয়ে লিখিত ইজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। এর আগে বৃহস্পতিবার, শুক্রবার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তারা হলেন- সৈয়দপুর গ্রামের গাংপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফারুক শেখ ও আব্দুর রশিদের ছেলে ইলিয়াস শেখ। ভুক্তভোগীরা হলেন- ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে মাহফুজুর রহমান (২৩) ও বারেক শেখের স্ত্রী মাবিয়া খাতুন (৪২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত ৮ টার দিকে ফারুক শেখ ও ইলিয়াসের নেতৃত্বে আমিনপুর বাজারে হাইস্কুলের গেটের সামনে ফোনে কথা বলার সময় মাহফুজুর রহমানকে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেওয়া হয়।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সো ভর্তি করে। ঘটনার রেস কাটতে না কাটতেই শুক্রবার (২৯ আগষ্ট) সকালে আবারো মাহফুজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় বারেক শেখের স্ত্রী মাবিয়া খাতুনকে মারপিট করে গুরুতর আহত করা হয়। এছাড়াও গোয়ালে থাকা একটি গরুও লুটতরাজ করা হয়।পরিবারের দাবি অনুযায়ী কিস্তির নগদ ৬০,০০০/টাকা ও বাড়ীর দলিলপত্র জোরপূর্বকভাবে লুটপাট করে। একটি গাড় গরু লুটপাট করে নিয়ে যাওয়া হয়। যার আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা।
এ ঘটনার পর থেকে পরিবারটি ব্যাপক নিরাপত্তাহীনতায় রয়েছে। মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মামলা করলে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়। পরিবারটি এখন বাড়িতে থাকতে পারছে না। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেন পরিবারটি।
ভূক্তভোগী মাহফুজুর রহমান বলেন, বাজার থেকে অতর্কিত হামলা করে আমার হাত ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়িতে হামলা করে সব কিছু নিয়ে গেছে। আমার মাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। আমাদের এখন নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। প্রাণে মেরে ফেলানোর কথা বলতেছে। নিরাপত্তাহীনতায় রয়েছি। মামলা করার পর বাড়ির উপর এসে গালিগালাজ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আইনের আশ্রয় নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ফারুক শেখ ও ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh