ফেনীতে হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩০ আগস্ট) রাতে হযরত পাগলা মিয়া সড়কের আইকন স্পোর্টস পার্কের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় লাল দল ১-০ গোলে নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মাহমুদ লিটন এবং নাহিদুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার শান্তি কোম্পানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত খেলা পরিচালনা করেন সোহাগ মজুমদার।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তাওহীদুল ইসলাম বলেন, মোবাইল আসক্তি, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং এর মত সামাজিক অবক্ষয় থেকে শিশুদেরকে দূরে রাখার জন্য এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য ফাউন্ডেশনের আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।