× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

৩১ আগস্ট ২০২৫, ১৪:৩৮ পিএম

ফেনীতে হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩০ আগস্ট) রাতে হযরত পাগলা মিয়া সড়কের আইকন স্পোর্টস পার্কের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

‎ফাইনাল খেলায় লাল দল ১-০ গোলে নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মাহমুদ লিটন এবং নাহিদুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার শান্তি কোম্পানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎উক্ত খেলা পরিচালনা করেন সোহাগ মজুমদার।

‎ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তাওহীদুল ইসলাম বলেন, মোবাইল আসক্তি, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং এর মত সামাজিক অবক্ষয় থেকে শিশুদেরকে দূরে রাখার জন্য এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য ফাউন্ডেশনের আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.