× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসূচি পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৫, ১৮:৪৩ পিএম

ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়ন দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)শিক্ষার্থীরা।

 রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় পায়রা(লেবুখালী) সেতুর টোল প্লাজা সংলগ্ন বিশ্ববিদ্যালয় চত্ত্বর এলাকায় পবিপ্রবি ঐক্য পরিষদের ব্যানারে ৩শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে দেড়ঘন্টার ব্লকেট কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে পবিপ্রবি ঐক্য পরিষদের আহবায়ক মো: শাহরিয়ার ইকবাল লিমন , যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানা হাসান, কৃষি অনুষদের শিক্ষার্থী মো: জাকির হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

 বক্তরা ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি প্রত্যক্ষ্যান করে অবিলম্বে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনাসহ দক্ষিনাঞ্চলের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টায় দুমকি থানার অফিসারইনচার্জ মো: জাকির হোসেন ঘটনাস্থলে পৌছে নেতৃবৃন্দকে আশ্বিন করলে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.