× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ

সিংড়া (নাটোর)

৩১ আগস্ট ২০২৫, ২০:২২ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করেন সিংড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

৪০জন প্রান্তিক কৃষকদের জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.