× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাকসু উত্তেজনা: শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

৩১ আগস্ট ২০২৫, ২০:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন তুলতে এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি শাখা। এসময় শিবিরের রাবি শাখার সভাপতির বুকে বোতল দিয়ে আঘাত করেন অজ্ঞাত ব্যক্তি। রোববার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এসময় পাশেই ছিলেন রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য চলাকালে শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ করে ছাত্রদলের দিক থেকে। 

এসময় শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবির মধ্যে নাকি সংঘর্ষ চলছে, এমন মিথ্যাচার ও প্রোপাগাণ্ডা চালাচ্ছে রাবি ছাত্রদল সভাপতি।  ছাত্রশিবির মনোনয়ন ফরম উত্তোলন করতে যাবে এইটা জেনেই বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি,  ভাংচুর ও রাকসু ভবনে তালা দিয়েছে। রাকসু শিক্ষার্থীদের অধিকার এটি নিশ্চিতে ছাত্রশিবির গঠনমূলক আন্দোলন চালু রাখবে।

শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমি মনোনয়ন তুলতে এসেছি। যারা আমাকে বোতল নিক্ষেপ করেছেন। তাদেরকে বলতে চাই আমরা কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা কারো সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফরম তুলতে এসেছি, তুলে চলে যাব। ছাত্রদলের ভাইদের কে আমরা বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোন যৌক্তিক কাভি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তা আদায় করুক। আমরা কোনো বাধা দিচ্ছি না। জুলাই পরবর্তী এসে কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায় তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা নেয়। 

এর আগে,  সকাল নয়টায় থেকে অবস্থান করেন রাবি ছাত্রদল। পরে বেলা সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে তালা ভেঙে রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.