কিশোরগঞ্জে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে সবুজ মিয়া, সবুজ মিয়ার মেয়ে তাসনিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার কয়েরখালি গ্রামের অটো ড্রাইভার মো. হানিফ মিয়া, সদর উপজেলার বিন্নাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে বাচ্চু মিয়া, সদর উপজেলার মারিয়া ইউনিয়ের সবুজ মিয়ার ছেলে সৌরভ।
গুরুতর আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, বিন্নাটি থেকে একটি যাত্রীবাহি অটো শহরের দিকে আসছিল। এমন সময় একটি ট্রাক বেপোরোয়া গতিতে উল্টোদিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মারিয়া আয়েশা সিদ্দীকা মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আমাদের এ মাদ্রাসায় প্রায় ২-৩ হাজার ছাত্রী আছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা স্প্রীড ব্রেকারের জন্য সড়ক বিভাগে এর আগে দরখাস্ত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল-মামুন জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মারিয়া ইউনিয়নে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় আছে। এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।