মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মনু নদীর সালন ব্রিজের নিচে ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং ব্রিজের এক কিলোমিটারের ভেতরে বালু উত্তোলন চলছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ইজারাদারের পক্ষে মো. সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।