মৌলভীবাজার সদর উপজেলায় সরকারি প্রথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক বাস্তবায়নে দুটি প্রকল্পের মাধ্যমে মোট ১৩টি বিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজের মধ্যে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় ভবনগুলি হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এসব ভবন নির্মাণের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের আসন ও শ্রেণী কক্ষ সমস্যা অনেকাংশে কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্মিত এসব নতুন ভবন পেয়ে উচ্ছসিত সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সদরের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) শফিউল আলম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মো. সাহেদ হোসেন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি, উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার সহ বিদ্যালয়ের শিক্ষকরা।
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনের পর চাদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পৌর শহরের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রৈলক্ষবিজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পরিদর্শনের কথা রয়েছে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের।
এলজিইডি মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক সরকারি প্রথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে সদর উপজেলায় মোট ১৩টি বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে দুটি প্রকল্পের মাধ্যমে সদর উপজেলায় ৪টি বিদ্যালয় ভবন নির্মাণ কাজ চলতি বছরের আগস্ট মাসে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধানে সম্পন্ন হয়। শীঘ্রই নতুন এসব ভবনে শুরু হবে পাঠদান কার্যক্রম। ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে বিদ্যায়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরে বসার জন্য পর্যাপ্ত সংখ্যক চেয়ার, টেবিল, ব্রেঞ্চ ও ব্লাকবোর্ড সহ অন্যান্য উপকরণ এসে পৌঁছেছে। এছাড়াও অন্য ৯টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। এতে এ পর্যন্ত নির্মাণ ব্যায় হয়েছে ১০ কোটি ৬৬ লক্ষ ২৮ হাজার টাকার ও বেশি অর্থ।
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি বলেন, নতুন ভবন পেয়ে আমরা শিক্ষক সহ বিদ্যালয়ের শিশুরা আনন্দিত। নতুন ভবন নির্মাণের কারণে স্কুলের আসন ও শ্রেনী কক্ষ সমস্যাও দূর হবে। এছাড়াও নতুন এই ভবনে প্রাক-প্রাথমিক শিশুদের ক্লাস ও লাইব্রেরী সহ বিস্তৃত কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, ২০২৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সেসময়ের উপসচিব আশরাফুল আলম খান এর মাধ্যমে এই ভবন নির্মাণের আবেদন করলে তিনি দ্রুততম সময়ের মধ্যে সেটি করে দেন। এই ভবন সহ স্কুলের সাম্প্রতিক উন্নয়ন তারই অনবদ্ধ অবদান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh