× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণ সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

মো. শাহীন আলম (হাতীবান্ধা) লালমনিরহাট

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর তরুণ সংঘের আয়োজনে “ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দিনব্যাপী আয়োজিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক ওবায়দুল আলী এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফজলার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। খেলার সভাপতিত্ব করেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী জামিনুর রহমান। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে খেলা রূপ নেয় মিলনমেলায়।

 অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই নয়, বরং সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলে।

অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে তরুণ সমাজ মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ-সুন্দর জীবনের পথে এগিয়ে যাবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.