লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর তরুণ সংঘের আয়োজনে “ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দিনব্যাপী আয়োজিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক ওবায়দুল আলী এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফজলার রহমান।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। খেলার সভাপতিত্ব করেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী জামিনুর রহমান। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে খেলা রূপ নেয় মিলনমেলায়।
অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই নয়, বরং সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলে।
অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে তরুণ সমাজ মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ-সুন্দর জীবনের পথে এগিয়ে যাবে।