ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উন্নয়ন ফোরামের সহ-সভাপতি এডভোকেট সমির করের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান,ভাসানী ন্যাপের চেয়ারম্যান গিয়াস উদ্দিন,ফোরামের সদস্য হীরা লাল চক্রবর্তী, এডভোকেট পার্থ পাল।
এ সময় এডভোকেট মেজবাহ উদ্দিন, মোরশেদ হোসেন,এডভোকেট খোরশেদ আলম, আখতার হোসেন চৌধুরী, লায়ন দ্বীন মোহাম্মদ, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নূর তানজিলা রহমান ও এডভোকেট শহীদুল ইসলাম চৌধুরীসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।