এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের প্রধানদের অংশগ্রহণে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি-তে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ জুম্মা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল কানুলাল কর্মকার।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন বিআইবিএম-এর অধ্যাপক মহিউদ্দিন সিদ্দিক, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সজল চন্দ্র দেব। এছাড়া এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।
এই কর্মশালার মাধ্যমে বিনিয়োগ পুনরুদ্ধার প্রক্রিয়ায় পেশাদার দক্ষতা ও আইনগত দিকগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।