× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম

গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্ত-ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি-আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। 

এ উপলক্ষ্যে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। 

উক্ত অনুষ্ঠানে উপব্যববস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান ও উপপ্রধানগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

এনপিএসবি-আইবিএফটি সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেশের এনপিএসবি-আইবিএফটি আওতাভুক্ত যেকোনো ব্যাংকে সহজেই তাৎক্ষনিক অর্থ স্থানান্তর করতে পারবেন। 

তদ্রুপ অন্য ব্যাংক থেকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকদের একাউন্টে সহজেই অর্থ পাঠানো যাবে। এই মাইলফলক গ্রাহকদের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.